মনটাতো নয় পৈতৃক সম্পত্তি,
জনে জনে থাকবে তার স্বত্তাধিকারী।
তোমার উর্বরজমি করছেন যিনি ব্যবহার
অধিকার-তো সবটুকু তার।
কি চাও তুমি ?
কিইবা আছে চাওয়ার!
যতোটুকু নিয়ার ছিলো সার্থ মত নিয়েছো,
বাদবাকি পুড়িয়ে করেছো ছারখার।


যদি কোন বিজ্ঞানী করিতো
দুঃখ মাপার যন্ত্র আবিষ্কার।
তাহলে হয়তো বুঝাইতে পারতাম
কতটা দুঃখ জমে আছে অন্তরে আমার।
যেগুলো সবি তোর দেওয়া অধিকার।


দিয়েছো সামান্য মাত্র অধিকার
করেছো সর্বোচ্চ ব্যবহার
খাটিয়ে ছলনাময়ী আব্দার।
বুঝিনি তুমার চল গড়িয়ে পড়া নোনাজলের খার,
তাই বুঝি এতো সর্বনাশ হলো আমার।