এইতো কয় এক বছর পূর্বে
বাংলার ঘরে ঘরে থাকতো ওতপেতে
দুঃখ দারিদ্র্য আর হতাশা মুড়ে।
এ বঙ্গে বহেনি সমির এমন সুবাস নিয়ে।
বাংলার আকশে উঠেনি চাঁদ তাঁরা এমন হাসি হেসে।
এ মধুর সুর উঠেনি কন্ঠে এমন ভাবে বেজে।
নয়ন জোড়া পায়নি নিদ্রা এমন শান্তিময়ে।
সমস্ত জনতার মূখ বন্ধ ছিল
এক অত্যাচারীর অন্যায় শাসনে।
যেদিন জন্ম নিলো মুজিব বাংলা মায়ের কোলে।
সেদিন থেকে কাটল আধার আলোর দিশারি হয়ে।
মুজিব নামের একটি ধনি উঠল যখন ভেসে
সেদিন থেকে বাংলার মুখ উজ্জাল হলো
আনন্দ আর উল্লাসে।
মুজিব মুজিব সবাই বলে
মুজিব তুমি মিশে আছো সব মানুষের অন্তরে।
বাংলার মাটি বাংলার ঘাস ধন্য তোমার চরণ পেয়ে।