এ যেন এক অন্যরকম ভালোবাসা
এ যেন এক ভিন্ন সাধের ভালোলাগা।
বাড়িয়ে হাত করি ছোঁয়া না ছোঁয়ার বাহানা।
হয়ে আত্মভোলা,
নয়নে নয়ন রেখে করি লুকোচুরি খেলা।
বাঁকা ঠোঁটে ঝুলে থাকা তোমার বলা না বলা কথা,
জিজ্ঞেসু মনে তোমার পানে আমার সব ব্যকুলতা।


উড়ু উড়ু খোলা চুলে লেগেছে দোলা
অপরুপা  মায়াবী মুখে,
পাগল করা মিষ্টি রসালো হাসিতে ভরা।
এ যেন এক ভিন্ন সাধের সুখে ভাসা।
এ কোন হাউসে আজি আবেগীমনা,
তোমার মাঝে হারিয়েছি নিজ অস্তিত্ব আপন সত্তা।
হার মেনেছে রঙ্গীন স্বপ্ন জোড়াতালিতে কল্পনা।
ছড়িয়া উষার আলো
নবজাগরণে জীবন আমার ধন্য হলো, হে প্রিয়তমা।