তোমরা যাহা সত্য বলো
আসলে কি সত্য তাই?
সত্য বলতে মৃত্যু ব্যতীত
দ্বিতীয়তো কিছু নাই।


সত্য দেখি চাঁদের আলো
আকাশটা ঐ নিল।
সত্য দেখি মেঘ কালো
বৃষ্টিতে গড়মিল।


সত্য দেখি জোয়ার ভাটার
অথৈজলের নদী।
কিছুযুগ পর জেগেছে সেথায় চর
গড়েছে জন বসতী।


জন্মের আসল রহস্যটাও
কতটা সত্য জানো?
পিতামাতা স্বজন যত
হয়েছে সবি বোঝানো।

সত্য ভেবে তোমরা কি সব
এক বিধাতা মানো?
ইশ্বর আল্লাহ ভগবান বলি
কার চোখে মিলিলো?


সত্য ভুবন কামনায় ভরা
এই আছে এই নাই।
বিশ্বাসের পেটে সত্যের জন্ম
অস্তিত্বে পেলে ঠাই।


সারা জাহানের সব সত্যেকে
মিথ্যা বানানো যায়।
তবু সত্য মিথ্যার এই লড়াইয়ে
সত্যের কাছে মিথ্যার পরাজয়।