দুনয়নের মণিতে রং লাগিয়ে
হৃদয় মাঝে একেছি যার ছবি
সে জন সুধু তুমি।
অন্তারে তুমি প্রান্তরে তুমি
ভিতরে তুমি বাহিরে তুমি
আমার আমিতে তুমি
         তুমি সুধু তুমি।


তুমি মহিমাময়ী তুমি মায়াবী
তুমি হরিণি চোঁখের রানী।
দিবা নিশি তোমার প্রেম পরশে মূরছা যায়
তোমার প্রেম পরশে বাঁচি।


তুমি সুর ছন্দ
তুমি কবিতা তুমি গল্প।
তুমি আশা সপ্ন কল্পনা
তুমি কবির ভাবনা চিন্তার শত উপমা।
তোমার জন্যই প্রহর শুরু
তোমার জন্যই নিদ্রার ইতিটানা।
তুমি নীলিমা তুমি পূর্ণিমা তুমি জ্যোৎস্না
তুমি নিঃশব্দ রাতের এক চিমটি ভালোলাগা।


তুমি সরলা তুমি রাহেলা
তুমি শত মমতাময়ী কন্যা
তুমি ঝরনা তুমি মোহনা
তুমি রবির আলোই
টলমলে জলের ঝলমলে খেলা।


তুমি ময়ূরপঙ্খী তরি
তুমি পার্বতী
তুমি পালক বিহীন পাখি
ময়না টিয়া টুনটুনি।
তুমি অজানা রাজ্যের
লাল নীল ডানা কাটা পরি
খুব যতনে হৃদয় মাঝে
তোমায় পালন করি।