হাতের রেখা কপালের  লেখা যদি বলে
তোমায় দ্বারা হবে না।
আমি মানিনা করিনা তোয়াক্কা
ঐ জ্যোতির্বিদের ভ্রান্ত ধারণা।
কর্মগুনে ভাগ্য খোলে
কর্ম ফলে সর্বহারা।
সু-কর্মে আমি উন্নয়নে আমি
আমি জগত সেরা।


ক্ষীর্ণ দৃষ্টি সংকুচিত মনের পতন ঘটিয়ে
একমুঠো উন্নয়নের বিচ বুনেছি
নিলিমার এক কোনে।
অসহ্য তীব্র রবির তাপে
গ্রীষ্ম যাবে মুখ ফুটিয়ে।
বর্ষার বারিধারাতে নবজীবন দিবে উঁকি,
তখন একবার বলব নেচে
দেখো উন্নয়নে আমি।
কনকনে ঐ শীত পোহায়ে
ফুল ফুটিবে শরৎ কালে।
হেমন্ত যাবে আশায় আশায়
উঠবে ফসল বসন্তে।


রাত জেগেছি দিন গুনেছি রক্ত করেছি পানি,
একবুক স্বপ্ন নিয়ে আজো উন্নয়নে আমি।
নিদ্রাঘোরে স্বপ্ন দেখে লাভ কি হবে শুনি?
চলো জেগে জেগে বুনে বাস্তবে তা করি।
হাত গুঠিয়ে মন ফুলিয়ে থাকার কায়দা ভুলি।
সুরে সুরে সুর মিলিয়ে সবাই তালে বলি।
হে বিশ্ব দুয়ার খোলো মেলে দেখো আঁখি,
তোমার দুয়ারে এসেছে এক নব কর্মী।
উন্নয়নে আমি, আজ উন্নয়নে আমি।