উঠতে জ্বালা বসতে জ্বালা শুতে গেলেও জ্বালা,
পাশ থেকে গিন্নি বলে ওরে ভুঁড়িওয়ালা।


ভাত মাছ গোস্ত খেয়েছি
তবুও পেট রয়েছে খালি,
ঘুষের মালে সাদ বেশি
খাইলেই বাড়ে ভুঁড়ি।


ভুঁড়ি কারো কম
কারো আবার আমার মতো বেশি,
তাতে কিসের এতো ক্ষতি?
পারলে দেখাওতো,
ভুঁড়ি নায় এমন কোনো প্রাণী!
থাকে যদি নাতি পুতি
ভুঁড়ি দেখলে তারাও কতো খুশি।


সুদ খায় ঘুষ খায় পরের জমি দিই ফাঁকি,
লোকের মুখে লোকে বলে আমার  তাতে কি?
আমি খায় তুমিও খাও
খেয়ে খেয়ে ভুঁড়ি বাড়াও
         কথাতো একি।