বন্ধু;
তুমি নাকি প্রতি রাতে
আকাশের দিকে তাকাও।
অপেক্ষায় থাকো;
কখন উঠবে চাদঁ।
ছড়াবে সাধের পূর্ণিমার আলো।
আলোকিত হবে;
বাংলার মুখ ও শরীর।
আমিও চাই বন্ধু;
উঠুক চাদঁ।
চাদেঁর জলে ভেসে যাক
সকল কলুষিত সময়।
সংগম বিরত থাক্
অবৈধ কামুক যৌবন।
চেয়ে দ্যাখো;
এখনো পিশাচ করে
আমার বোনের সতীচ্ছদ
কন্ঠ হয় রোধ।
মায়ের বুকে হয় রক্তের পাশা খেলা।
যদিও দরাজ গলায় তোলে
স্বাধীনতার সুর
কিন্তু ফোটেনি আজো;
আঙ্গিনার সেই রক্তজবা ফুল।
চেয়ে দ্যাখো;
চেয়ে দ্যাখো বন্ধু!
তোমার ঘরেও জ্বলছে আগুন
আমার ঘরেও তাই।
শঙ্কিত আজ পুড়ছে বুঝি
স্বাধীন পতাকাই।


তাইতো বলছি ওঠো জেগে
আবার সবাই মিলে।
সত্যিকারের স্বাধীন না হয়ে
ফিরবো না আর ঘরে।
---------------