পৃথিবীর অধরে এখন
সূর্যের রক্তাক্ত চুম্বন।
চিরন্তন জৈব জ্বর শেষে ক্লান্ত প্রায়।
কিছু সময় পড়েই শুরু হবে
প্রেতাত্মাদের উলঙ্গ নৃত্য।
কালো আলোয় হবে
সময়ের আবরু ধ্বংসের বীজমন্ত্র পাঠ।
কেবল ঋজু দেহ কিছু
খুঁজে ফেরে আলোর সন্ধান।
যদিও জানে কণ্টকময় পথ
বাতাস ভারি করে শিয়ালের ডাক,
তবুও ভেবে নেয় মন
আছে দূরে কোথাও ;
অংশুমালা’র ঘাট।