(বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম- এর স্মরণে)


হে কবি; আমি তোমাকেই জানাতে চাই।
উনুনে পোড়া আগুন আমি
ছাই হয়ে আছি,
জ্বলছি শুধু নিজে নিজে
জ্বালাতে না পারি।
আগুন পাহাড় হতে যে চাই
বুকে সূর্য পুষে রাখি,
দ্রোহের শব্দ আসেনা লেখায়
শামুক হয়ে বাঁচি।
বুটের লাথি সহে না প্রাণে
চিৎকার করে কাঁদি,
জালিমের শাবল নিয়ত খোঁচায়
দুমড়ে মুচড়ে থাকি।
ফিলিস্তিনি শিশুর রক্তাক্ত দেহ
নেত্র সহে না আর
দিনে দিনে শুধু জমা হয় মোর
নুনের পাহাড়।
শ্রমিক মরে, দুর্বল মরে, মরে মুসলমান
তবুও তাদের গাইতে যে হয়,
শকুনের জয়গান।
যদি থাকতে বেঁচে তুমি
হয়তো বেশ হতো,
শব্দ আগুনে কুকুর শুয়োর
জ্বলে পুড়ে খাক হতো।
নুনের পাহাড় যেত না বৃথা,
পীড়ক এর চামড়া যেতো তোলা।
টেনে হিঁচ্‌ড়ে আধমরা জাত টাকে
যেতো বাঁচিয়ে তোলা ।
--------------------