পাখিদের গান করার দিন শেষ।
মেঘেরাও খেলে না লুকোচুরি খেলা
বেদনার মাঝেই খোঁজে আলুথালু জীবন।
সুখের রং কি?
জানে না শ্যাওলা ধরা ইট।
পথ সেরে নেয় চোখের জলের স্নান।
শুধু শুধুই নাচানাচি করে দুটো শালিক
তত্ত্বকথার নেই কোন মূল্যায়ন।
জীবন জীবনকে নিয়ে খেলে পাশা।
হেরে গিয়ে অপেক্ষায় থাকে,
কবে হবে শেষ;
এই খেলার ছলে খেলা।
হুইসেল বাঁজিয়ে চলে গতিময় ট্রেন
ছিটকে সরে যায় জীবন।
অথচ;
ঠিকই পিশে মরে আরেকটি জীবন।
সব কিছুর পরেও;
রাতের গহ্বর থেকে আসে জীবনের কণ্ঠস্বর।
ভাল আছি.... ভাল আছি.... ভাল আছি.... !
এই ভাল থাকার পরেও
অপেক্ষায় থাকে সব।
কবে হবে শেষ;
আমাদের কলজে ভাঙ্গার দিন।
বেলা শেষে শুরু হবে ;
পাথর ভাঙ্গার গান।
.....................