বদলে গেছে দিন এখন
নেই তো আগের মতো,
দিনে দিনে বাড়ছে কেবল
মনের যত ক্ষত।
বিমর্ষ মুখে বাতাস এখন
ঘোরাঘুরি করে,
ঘুমের ঘোরে মানুষ কেবল
পিশাচের হাঁক শোনে।
কেউ শোনে না পাখির গান
বাজায় না কেউ বাঁশি,
সোনার ফসল হারিয়েছে তাই
কৃষকের নাই হাসি।
দুরন্ত কিশোর উড়ায় না ঘুড়ি
মোবাইল নিয়ে থাকে,
বুক টান করে সিগারেট ফুঁকে
রাখে আঙুলের ফাঁকে।
উচ্ছন্নে গেছে সমাজ এখন
হাওয়া বদলের টানে,
সাধারণ জনতা বাঁচে কেবল’ই
কুকুরদের প্রণাম করে।
প্রণাম করলেই কুকুরের দল
বেজায় তুষ্ট হয়,
মানবতা ভুলে কুকুর হয়ে কেউ
বাড়তি সুবিধা লয়।
জানি আর কভু; আসবেনা ফিরে
সোনালী সেই দিন,
তোমরাও জেনো হন্তারক দল
শুধিতে হবে ঋণ।
----------------