এ কেমনতর জীবন!
সময়ের স্বর লিপিতে ওঠে
প্রসব বেদনার চিৎকার।
হৃদয়ের রক্তে চলে দ্রোহ
শরৎ সূর্যকেও মনে হয় হায়েনার চোখ।
শুভ্র শিশির বিন্দু কে মনে হয় লবণাক্ত জল।
আলোহীন ঘরের সোঁদা গন্ধটা যেন বেশ প্রিয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কে মনে হয় দানবের প্রেম।
অথচ; সময়ের অবিনাশী খাঁচায় সুর তোলে কাক
চোখে সুরমা আর;
বগলে আলহাজ্ব রেখে চলে মসজিদ পূজা।
যেন এখনো প্রতিমা র হয়নি বিনাশ।
ভাবছি; এ কেমনতর সময়,
এ কেমনতর জীবন!