একুশ আমায়;
আজো ভীষণ উজ্জীবিত করে
সত্তা ভুলে খেই হারিয়ে
অন্য ভাষায় নাচে।
মুখ লুকিয়ে গুমরে কাঁদে
বর্ণমালা গুলো।
স্বাদের বাংলা শব্দেরা আজ
বেওয়ারিশ আর বুনো।
নতুন করে একুশ আমায়
মিছিলে যেতে বলে
মান রক্ষায় পথে ঘাটে মাঠে
গর্জে উঠতে হবে।
একুশ আমায় শুধায় আজো
কোথায় স্বাধীনতা?
বাঙ্গালী জাতি হয়েও আজ
অনুভূতি তোদের ভোঁতা।
একুশ আমায় নতুন করে
যুদ্ধে যেতে বলে;
স্বাধীনতার পলস্তারা
নোনা জলে ধসে পড়ে।
একুশ আমায় কানে কানে বলে
বোকা! কোথায় গণতন্ত্র?
দেখছিস না;
কেবলই সব কাগুজে আর মন্ত্র।
একুশ আমায় গুঁতো দিয়ে বলে
ওঠ না আবার জ্বলে!
ভাষা স্বাধীনতা সবই তো যাচ্ছে
পাশ্চাত্যের নোনা জলে।
----------------
              ০৭ ফাল্গুন,১৪২৬