বড্ড ইচ্ছে ছিলো; মানুষ হবো।
পোষ্য বিড়াল কিম্বা কুকুর হয়ে
বেঁচে থাকা আমার কাম্য নয়।
আমি মানুষ হতে চাই।
যে মানুষ হবে; সহজ সরল
মাটির মতো কোমল।
সাদা মেঘের মতো শুভ্র
কিম্বা আগুনের মতো তপ্ত।
যে মানুষ কাউকে
ঘুম পাড়াতে পারে গান গেয়ে
কবিতা শুনিয়ে।
আমি সেই মানুষ হতে চাই।
যে মানুষ কারো আঁচল হতে পারে
কিম্বা হতে পারে,
কোন শ্রমিকের গামছার বাঁধা গিঁট।
যে মানুষ কারো ঘাম হতে পারে
কারো তেষ্টার জল হতে পারে
হতে পারে,
কোন মিশাইল কিম্বা গ্রেনেড।
আমি সেই মানুষ হতে চাই।
হ্যাঁ; আমি কেবল সেই মানুষ হতে চাই।
যার ভালোবাসায় পাথরে ও ফুল ফোটে
জল্লাদের হাত থেকে ফসকে পড়ে রশি।
যে মানুষ জ্বলতে পারে, জ্বালাতে পারে
স্ফুলিঙ্গ হয়ে ছড়াতে মিছিলের মাঝে!
আমি কেবল সেই মানুষ হতে চাই;
যার নাম হবে মাটি
যার নাম হবে আগুন।
যার নাম হবে প্রতিবাদ
প্রতিরোধ কিম্বা প্রতিশোধ!
যার নাম হবে মৃত্যু
নাম হবে স্বাধীনতা!
-------------------