একুশে অগাস্ট গ্রেনেড হামলার পরে লেখা, যা অপ্রকাশিত থেকে যায়


নাহ ! আমি বিশ্বাস করি না
আমি বিশ্বাস করি না।
বাতাসের মাঝে গ্রেনেড ফাটবে কেন !
গ্রেনেড ফাটবে মানুষের মনে
চেপে থাকা ক্ষোভে আর
জমে ওঠা বারুদের বুকে।
জ্বলে জ্বলে খাঁর হবে
কুকুর আর শুয়োরের হাড়।
ক্রমশ’ই শুষে নেবে পিচঢালা পথ।
বিদ্রোহে জ্বলছে যেন
হাতব্যাগ স্যাণ্ডেল চুড়ি
আর খুলে পড়া ঘড়ি।
যেন আগুন হতে চাইছে জমাট রক্ত।
দ্যাখো;
ঐ আমার মায়ের লাশ
ঐ আমার বোনের লাশ ।
যেন স্থির দৃষ্টি বলছে,
আর একবার জেগে ওঠো
আর একবার!
চোখের সুনসান নীরবতায়
চিক চিক করে জল।
বাতাসে ভাসে আর্তনাদ
আবার দাও যুদ্ধ রাইফেল!
বাতাসের গর্ভে বিলীন হয় ধূসর সংলাপ।
থেকে যায় কেবল যুদ্ধ যাচনা।
..........................