এত লোভ এত লোভ
কুকুর ও যেন তুচ্ছ।
এত হিংস্র এত হিংস্র
নেকড়ে ও যেন শান্ত।
এত ঘৃণ্য এত ঘৃণ্য
শূকর ও যে লজ্জা পায়,
ভালোবাসা শুধু নামেই এখন
নাভি মূলে হিংস্রতা জন্মায়।
মাতৃ রস নিংড়ে খেয়ে ও দুগ্ধ বাট ছিঁড়ে!
কঙ্কাল দেহ চিৎকারে মরে,
নাহি দ্যাখে ফিরে।
শীৎকারে শীৎকারে মখমল ভিজায়
কুকুর জিহ্বা নড়ে,
খাওয়ার তরে অভুক্ত প্রাণ
লড়াই করে মরে।
বহু জন আছে দিনরাত শুধু
অর্থ লোভে ছোটে,
কেউবা লড়ে ক্ষমতার লাগি
হাজার প্রাণ মরে।
মরুক মানুষ মরুক পশু
কি’ই বা আসে যায়,
হাতের মুঠোয় রক্তে ভেজা
ক্ষমতা পেলেই হয়।
চেয়ে দ্যাখো আজ ইউক্রেন ভূয়ে
চেয়ে দ্যাখো রাশিয়ায়,
সাধারণ মানুষ মরছে কেবল
যুদ্ধ হাঙ্গামায়।
এমন মরেছে আগেও অনেক
মরছে যেমন আজ,
লক্ষ মানুষের রক্তের দামে
যুদ্ধ জয়ের তাজ।
----------------