তুমি আজ নেই।
কিন্তু; আজো খুঁজি তোমার চরণ।
তোমার মুখ, তোমার কপোল।
আজ কতদিন;
পাইনা তোমার আদর
তোমার স্নেহ, তোমার গালমন্দ।
কতদিন ধরি না জড়িয়ে তোমায়
বলিনা;মা কেমন আছো?
তেমনি তুমিও বলোনা আমায়।
বাবা তুমি কেমন আছো!
কতদিন মা বলে ডাকিনা তোমায়।
তুমিও ডাক না আমায়।
শুধু’ই নির্বাক অক্ষি খোঁজে
তোমার যাত্রাপথ।
তোমার ঘর বিছানা চাদর
তোমার উঠোন।
অবুঝ মন শুধু বলে,
এই বুঝি তুমি এলে।
রাখলে মাথায় হাত
পরম আদরে।
অথচ;
তুমি আসোনা আর!
আদর করে ডাক না আর!
আমি ফেলি শুধু চোখের জল
কপোল বেয়ে পড়ে অনর্গল।
টুপ…… টুপ….. টুপ…..।


রচনাকাল > ১৮-রমজান-১৪৩৩ হিজরী আমার মা পরলোক গমন করার পরবর্তী সময়ে