মন মহলের গহীন বনে
কিসের যেন যুদ্ধ চলে;
সর্প ভালুক সবই আছে
খরগোশ থাকে চুপটি করে।


মাঝে মধ্যে বর্ষা এলে
নীল ময়ুরী পেখম মেলে।
কোন কারনে অক্ষি কোনে
জল জমে যায় অভিমানে।


গুল্মলতায় বেথুন গাছে
শুধু শুধুই রক্ত ঝরে।
কেনইবা হংসমিথুন
নাইছে বনের কুয়োর জলে !


কোন কারনে বুকের মাঝে
নীল কষ্ট জমাট বাধেঁ !
গুমোট হাওয়া মুক্ত হাওয়া
যুদ্ধ করে আত্বাঘরে।
যুদ্ধ শেষে বনের মাঝেই
গুমরে কাঁদে আপন মনে।


নেশায় আশায় ভালোবাসায়
বেচেঁ থাকার বাজনা বাজায়।
যুদ্ধ থাকুক সন্ধি থাকুক
বন্দি থাকে বনের খাঁচায়।
------------------------