নাহ! তেমন কিছুই না
নিজের সাথে নিজের কথা বলা।
যেনো কিছু বলতে চাওয়া
আবার বলতে চাওয়া ও নয়।
আমি কি কোথাও যাচ্ছি!
নাকি; হারিয়ে যাচ্ছি।
কোন ধূসর প্রান্তর!
না না সবুজ নয়
ও আমার কাছে ভালোবাসার রং।
আমি চাই ধূসর!
ধূসর কোন প্রান্তর।
যেখানে খুব শীঘ্রই বৃষ্টি হয়েছে এমন নয়।
কিন্তু; খুব বেশি কষ্টও নয়।
মানে নিজের মত করে থাকা এমন কিছু।
কাছাকাছি কেউ থাকুক;
সেও থাকুক নিজের মত!
মেঘ আসছে মেঘ যাচ্ছে!
আকাশ তার পথ চলুক আপন গতিতে।
রাত থাক;
কিন্তু জোছনাও থাক।
নাহ, খুব বেশি না।
নিজের শরীরটাকে দেখতে পারলেই হলো।
তারপর আবার পথ চলা
সময় থেকে পালিয়ে যাওয়া।
পথ চলা ……….. !
মাঠের পরে মাঠ!
মাঠের পরে মাঠ!
মাঠের পরে মাঠ!
যতদূর চোখ যায়;
আকাশ………আকাশ……..আকাশ!
আমার সাথে আমার’ই বসবাস।
-----------------------