পায়ে চলা পথ আর, শেষ হতে চায়না।
গতি বাড়ে গতি থামে
কখনোবা;থমকে দাঁড়ায় অবাক বিষ্ময়ে।
কিন্তু পথেরা হয়না স্থির।


এই যে আজন্ম নির্বোধ পা
এদের সাথেই হয় মৃত্যুর পাশা খেলা।
পায়ের তলায় পিষ্ট হয় একটি দেশ,
একটি মানচিত্র।
পায়ের তলায় জমা হয়
হাজারো জনতার অব্যক্ত কান্না।
পায়ের সাথে পথের হয় বিদ্রোহ
কখনোবা নিজেরা ই গড়ে সৌহার্দ্য।
কখনো অবৈধ সংগম
কখনো রক্ত ধুলো
কখনো ঘুঙুর বাজে
ছন্দ তালে শরীর নাচে
তাল মেলাতে পথও নাচে।
আর এভাবেই ; প্রতি বসন্ত ঘুরে ঘুরে
পা আর পথের হয় বিন্যস্ত অভিসার।
কিন্তু ;
পায়ে চলা পথ তো শেষ হয়না!


প্রতীক্ষায় আছি ;
ফের বসন্তে কি হবে শেষ
এই পা আর পথের অবোধ সংগম।
------------------------------