পথের প্রায় শেষ প্রান্তে
এসে দাঁড়িয়ে;
সামনেই ধীর স্থির গতিতে
বহতা একটি নদী।
তাল লয় মেনে চলা
একটি পরিশুদ্ধ নদী।
যেন তর্জন-গর্জন হীন
শান্ত সুবোধ বালক।
সম্ভবত; ওর পথের শেষাবধি যেতে
এখনো অনেক বাকী।
প্রতিনিয়ত প্রতীক্ষায়; কবে বাজবে
একটি বিশেষ বাঁশির ওঙ্কার।
ফ্যাকাসে লোচনে দেখছি;
অনেকগুলো উৎসুক চোখ
আমায় দেখছে!
কেউ কেউ নদীর জল তরঙ্গ তালে
খুঁজছে আমার স্পন্দন!


নদীটি বয়ে যাচ্ছে অবিরত…… !
অথচ;
আমি পথের শেষ প্রান্তে।
ক্রমশ’ই মায়াবী স্রোত টানছে মৃত্তিকা শরীর।