ঝাপসা চোখে খুঁজি বায়ান্ন
খুঁজি একাত্তর।
লাল সবুজের পতাকায় খুঁজি
স্বাধীন মানচিত্র।
খুঁজি আমার আমিত্ব।
কিছু বোধ;
কিছু প্রতিশোধ
ক্ষয়ে যাওয়া মূল্যবোধ।
বৃথাই খুঁজে ফেরা
পুড়ে যাওয়া যৌবন।
এ্যাসট্রে পূর্ণ হয়, অপ্রত্যয় জীবন।
তবুও স্বপ্ন দ্যাখে অবিনাশী মন
শিল্পীর তুলিতে খুঁজে নিতে চায়
রক্তের মিশ্রন।
আবার শুরু হোক প্রলয়
উড়ুক শকুন,
নর্দমায় পড়ে থাক জমাট রক্ত!
তবু ফিরে আসুক
আমার নারী।
মাটি মানচিত্র স্বাধীনতা
আর;
অবিকৃত ইতিহাস।
-------------------
২৯/০৫/২০১৬ ইং