চলো না দুজনে ;
সমুদ্রের জলে আবার হয়ে যাই লীন।
চাঁদের তাঁতে বুনতে দেই,
ভালোবাসার চাদর।
যন্ত্রণার শিশিতে থাক না পড়ে
হেমলক বিষ।
আমরা কুড়াবো বৈশাখী আম।
বর্ষার জলে ভিজে হবো মুক্ত বলাকা।
চৈতালী রোদে পুড়ুক না হয় বিলাসী কষ্ট।
কষ্ট !
সেতো ভালোবাসার হাড়ে জাগা শীতের কাঁপন।
চলো না আবার ছুঁয়ে দেই মেঘেদের শরীর।
গলা ছেড়ে গাই পাহাড় ভাঙ্গার গান।
ঝিনুক ছাড়ুক তার আপন খোলস।
গুমরে কাঁদুক মৃন্ময় জগৎ।
আমরা চলি চাঁদিমা র বুক চিড়ে।
মিহি সুতোয় আবার বাঁধি শৈল্পিক স্বপ্ন।
চলো না ফের যাই হৃদয়ের বাণিজ্য।
বেদনার পাঠ চুকিয়ে,
আবার শুরু করি
প্রণয়ের লেনদেন ।
-----------------