অবহেলায় ;
কিছু শব্দ রেখে চলে যায় ট্রেন।
চোখের জলের স্মৃতি নিয়ে
ঘুমায় ষ্টেশন।
কিছু মানুষকে অহরহ দাবড়িয়ে চলে
বুভুক্ষু সময়।
একজন জকি ;
যেমন তাড়া করে তার উট।
এছাড়া সব নিশ্চুপ।
যেন কেঁদেই মরে
আমৃত ঝিঁ …. ঝিঁ …. পোকা।
ব্যক্তিগত বসন্ত আর যৌবন
মাখে লাক্ষারস।
কার আগে, কে হবে ঘরের দেউড়ি পাড়
হাসে প্রকৃতি হাসে বিষাদ।
অথচ ;
সত্যিকারের প্রণয় …. মিলন
নিশ্চুপ…. নিশ্চল।
……………………