বেদনার বর্ষা থেমে গেছে অর্ধ শতাব্দী আগে।
এখনও তবু ;কষ্টের কাদা জলে খাচ্ছি লুটোপুটি।
নাইবার মতো ;এতটুকুন স্বচ্ছ জল নেই কোথাও।
বাতাস আবার হয়েছে বিষাক্ত।
সূর্য সন্তানদের এখনো হয়নি গর্ভ ছেদ।
এখন পৃথ্বী জগতে হচ্ছে ক্ষয়িষ্ণু মানবতার শবযাত্রা।
ধর্ম হচ্ছে ক্ষয় পাশ্চাত্যর লোনা জলে
বিত্তের দামে বিক্রয় হয় ক্ষমতার স্বর্ণ মুকুট।
রক্তের স্বাদ নিতে মানুষই ঝরায় জিহ্বা র লালা।
শিশুর চিৎকারে চিৎকারে কাঁদে পৃথিবী
অথচ ; নারীই তখন যৌন সংগমে থাকে মত্ত।
চোখ বুঝলে ই দেখি মৃত মানুষের মিছিল।
লাশের বুকে মাথা রেখে কাঁদে আরেকটি জীবন্ত লাশ।
বুকের জমিনে মেঘ সাজিয়ে,
এখন আর কাঁদে না আকাশ
তবুও কষ্টেরা নেয়নি ছুটি।
তথাপি ও বেঁচে আছি ;
আমরা গুটি কয়েক মৃত মানুষ।
রোজ রাতে স্বপ্ন জড়িয়ে প্রতীক্ষায় থাকি
প্রয়োজনীয় রক্ত বিনিময়ে ফের কবে পাব
অনাবিল শান্তির নীড়।