পুরুষ যদিও হই আমি
তবু পুরুষ যেন নই।
পুরুষ তকমা গায় লাগিয়ে
ঘরে পড়ে রই।
বেড়ি পড়ে থাকি সদা
হইনা দেউড়ি পাড়।
জীবন ভয়ে পড়ে পড়ে
খাচ্ছি শুধু মার।
চোখ আছে তাই দেখছি সবই
আবার কিছুই দেখিনা।
পিতার পরেও আরেক পিতা
যদিও মানি না।
আবার মানছি সবই জানের ভয়ে
মুখ বুজে সব যাচ্ছি সয়ে,
যেন কিছুই বুঝিনা।
জ্বলছে আগুন যাচ্ছে ফাগুন
লাল আকাশে উড়ছে শকুন,
কার হাতে যে মরবো কখন
কিছুই জানিনা।
পুরুষ যদিও বলো আমায়
পুরুষ আমি না।
দুঃখ কষ্টে কাঠ হয়েছি
তবু ও জ্বলিনা।
ভিজছি এখন চোখের জলে
হয়তো আরও ভিজবো।
চাইলে সময় ভেজা কাষ্ঠে ই
বারুদ হয়ে জ্বলবো।
------------------