পিতা পিতামহ প্রপিতামহ
কিংবা তারও আগের কারো
শরীর বেয়ে নেমে এসেছে দুঃখ।
পদপ্রান্ত থেকে পৃষ্ঠদন্ড বেয়ে
শামুকের মতো ঢুকে গেছে মগজে।
এখন প্রতিনিয়ত খুবলে খাচ্ছে
হৃৎপিণ্ডের দেয়াল।
মগজের মধ্যে যত্রতত্র বেত গাছের ত্রাস
দু-একটি বেত ফলের করুণা আর রক্তক্ষরণ।
মাঝে মধ্যে গুই সাপের জিহ্বা খোঁজে
সুখের নির্যাস।
জল ডুব দিয়ে বাঁচার প্রাণান্তকর প্রচেষ্টা
আর হন্তারকের হাতে ধারালো বর্শা।
কিছুতেই বুঝতে চায় না মন
এই সুখ,এই মখমল বিছানা
আমার নয়!
এই স্বাধীনতা এই গণতন্ত্র
আমার নয়!
বুঝতে চায় না মন
পৃথিবীর কোথাও স্বাধীনতা বলতে কিচ্ছু নেই।
এটা ক্ষমতাসীন দের ক্ষমতা প্রয়োগের
কৌশল গত একটি অস্ত্র মাত্র।
------------------