ছুটতে ছুটতে আমি ক্লান্ত পথিক
গায়ে ঘামের উৎকট গন্ধ।
মগজে খেলা করে
স্বাদহীন স্বাধীনতার প্রদাহ।
উদ্ভ্রান্ত হৃদয়ে জ্বলে দ্রোহের আগুন !
খুবলে খাওয়া শরীর আর
মাংসের পোড়া গন্ধে,
ধূসর হয় পতাকার সবুজ জমিন।
অথচ ;
তোমরা স্বার্থের দেয়ালে ঝোলাও
ভালোবাসার নকল কামিন।
আর ;
আমি গাঁট ছেঁড়া বেয়ারা উন্মাদ।
ছুটে চলি স্বপ্ন নিয়ে
পিচ ঢালা পথ থেকে হাঁ করা
চৌচির জমিন।
জল চাই .... জল চাই .... !
তৃষ্ণালু কণ্ঠে অবসন্ন দেহে
ঝিমিয়ে পড়ে জঙ্গম সময়।


সবুজ ঘাস মাড়িয়ে
মাঠ পেরিয়ে ঘুঙুর পায়ে
ছুটে চলে ছোট্ট খুকি।
তার বেণী দোলানো চুল
আর মুক্ত ঝরা হাসি
স্পষ্ট ই জানিয়ে দেয় ;
ছুটে চলার এমন দুরন্তপনা
মিছে নয় .... মিছে নয় .... !
ভালোবাসার বনমল্লিকায়
একদিন ফুটবে ই রক্ত গোলাপ ।