একবার দ্যাখনা কবি ;
তোমার মায়াবী শব্দের আগোছালো জীবন।
দিনরাত কেমন সুরা পান করে
জোছনার অংশু জলে।
অরুনাদের কুয়োর জলে দেয়
উলঙ্গ সাঁতার।
সাঁজের বেলায়,
মুখস্ত করে কষ্টের পান্ডুলিপি
মেঘের ললাট চুমে মনে করে
যুদ্ধ ইতিহাস।
তুমি একবার দ্যাখইনা কবি ;
তৃপ্ত সঙ্গমের অভাবে শব্দের হাহাকার।
ভেজা চুল্লিতে ভেজা কাঠি পুড়ে
অর্থহীন আগুন জ্বালাবার প্রয়াস।
তাই সাহিত্য বন্দরে হয়
রক্তচোখা শব্দের নোঙ্গর।
জীবনের মন্ত্র শিখতে গিয়ে
শুধুই চূর হয় নাবিকের দ্বার।
ভালোবাসার পিদিম জ্বালিয়ে কাঁদে
জাদুর বুড়ি।
সমুদ্রের অতলান্তে
সুখের শ্যাওলা খোঁজে শব্দসম্রাট।
কবি ;
একবার দ্যাখইনা শব্দের সংসার।
হাতে পায়ে শিকল পরা
বাওরা বেশের গোলামী জীবন।
    ------------