চলছে এখন সময়ের খড়া
বইছে বৈরি বাতাস।
ফেটে চৌচির যখন
ফসলের মাঠ ও আত্বাজমিন
তখন এক ঝাঁক শকুনের মন্ত্রে
বইলো বিবাগী বাতাস।
লাসের উৎকট গন্ধে
তৃপ্ত হলো;
শকুনের আত্বা ও মন।
অথচ;
শিউরে ওঠে কেঁদে মরে
সরল প্রাণ।
আর;
লোলুপ দৃষ্টিতে অপেক্ষমান
ক্ষুধার্ত শকুন।
---------------