প্রজন্মের এই সময়ে ;
তোমরা যারা বাবা হয়েছো
আমি তাদের বলছি।
যারা মা হয়েছো
আমি তাদেরও বলছি।
যদিও আমি আব্রাহাম লিংকন নই
তবু বলছি ;
তোমরা তোমাদের সন্তানকে শেখাও
কি করে দেশপ্রেমিক হতে।
সেই দেশপ্রেমিক,
যেই দেশপ্রেমিক
মানচিত্র খুবলে খেয়ে উদরপুর্তি করতে পারে।
দেশ মাতৃকার দুগ্ধবাট ছিড়েঁ
করতে পারে ধর্ষন।
তাদের শেখাও ;
কি করে শিষ্টাচারী হতে হয়
কি করে পেটাতে হয় শিক্ষক।
কলজে চাটতে হয় মানুষের !
তাদের শেখাও ;
একজন ভালো ডাক্তারের কি কি গুন থাকতে হয়।
কি করে,
অপারেশন টেবিলে কিডনি খেতে হয়।
শেখাও তোমরা ;
একজন ভালো মানুষের কি করা উচিত।
শেখাও ;
একজন ভালো নেতার কি যোগ্যতা থাকতে হয়।
কি করে সেবার নামে মানুষ মারতে হয়
কি করে মিথ্যে বলতে হয়
সত্যকে চাপা দিতে হয়।
শেখাও তোমার সন্তানকে ;
উদার হতে চাইলে কি করে
সম্পদ ছিনিয়ে নিতে হয়।
সৎ বিচারপতির কিভাবে সাজানো রায় দিতে হয়।
শেখাও ...... শেখাও তোমার সন্তানকে ;
জৈবিক চাহিদায় কি করে নির্লজ্জ হতে হয়।
মা মেয়ে বয়স ভুলে প্রয়োজনে হিংস্র হতে হয়।
শেখাও তোমরা ;
ইসলামের ক্ষতি করেই
কিভাবে ইসলাম জ্ঞানী হওয়া যায়।
তোমরা অবশ্যই শেখাও
প্রতিষ্ঠিত হতে চাইলে,
কি করে স্বার্থপর হতে হয়।
তোমরা শেখাও ;
মানুষের রক্তে হলি খেলার সব কৌশল।
যদি না পার ;
তবে তুমি হবে একজন ব্যার্থ পিতা।
সময়ের যাতাঁকলে হতে পারো রাজাকার।
আর ;
তোমার স্বপ্ন সন্তান হতে পারেে
একজন দেশদ্রোহী জঙ্গী।