যদি কখনো ভালোবাসায়
ভুল করে থাকি;
ক্ষমা করো, শুধরে নেব আমায়।
যদি কখনো তব আসক্ত হয়ে
ভুল করে থাকি।
তাও শুধরে নেব আমি।
যদি কখনো চেয়ে থাকি
তোমার ওষ্ঠের ছোঁয়া
শুধরে নেব, ছোব না তোমার যৌবন।
যদি কখনো;
তোমার আকাশ থেকে চূর্ণ  হয়
নীলিমার রং।
আমার চোখ অবগাহন করে
তোমার পত্র পল্লব ও ভেনাস
ক্ষমা চাই।
আর কখনোই হবে না এমন।
যদি তোমায় নিয়ে
কবিতা লিখে থাকি
নিজেকে শুধরে নেব।
যদি তোমার সময় নিয়ে থাকি।
প্রকৃতি চাইলেই শুধরে দেব।
যদি তোমার বাতাস থেকে
নিয়ে থাকি নিঃশ্বাস।
আমার নিঃশ্বাস বন্ধ করে দেব।
যদি তোমায় ভালোবেসে ভুল করে থাকি।
ক্ষমা কর রাণী।
শোধরাতে বলো না আমায়।