সহজ কথা সহজ করে
যায়না বলা খুব সহজে।
সহজ কথা’ই কঠিন হয়ে
কণ্ঠনালী আটকে ধরে।
ভেবে চিন্তে যায়না পারা
বলতে কথা লোক সমাজে।
দিনে দিনে মিত্র মাঝে
তাইতো এত শত্রু বাড়ে।
অনেক সময়’ই কঠিন কথা
মুখ ফসকে বেড়িয়ে পড়ে
খুব দ্রুত সবার মাঝে
ছড়িয়ে পড়ে খুব সহজে।
ভাবছো তুমি অনেক বড়
বাসছে ভালো অনেক লোকে,
মনের আয়নায় খুঁজে দ্যাখো
কত জনে বকছে তোমায় অবিরত।
আমিও জানি;
উন্মাদ আমি কম কিছু নই
যা খুশি তাই রচে যাই।
তবুও বলি শেষ কথাটি
ভুল না ভেবে সে পথে চলি,
যে পথে চলেছে আল্লাহর রসূল
দিয়ে গেছে মোদের অমিয় বাণী।
------------------