মেঘের সাথে গোপন অভিসার শেষে
এইমাত্র নেমে এসেছে
এক ঝাকঁ মুক্ত বলাকা।


এখন’ই গাইতে হবে পাহাড় ভাঙ্গার গান।
সুনিপুণ হাতে বুনে দিতে হবে
নব্য জীবনের শষ্য দানা।


তারও আগে ;
সেরে নিতে হবে জোছনার জলের ডুব সাঁতার।
বৃষ্টি নগরের গোল্লাছুট আর
অর্কের সাথে নতুন সম্বন্ধ স্থাপন।
মৃত্তিকার বাড়ন্ত বুকে আকঁতে হবে
সুখস্বপ্নে’র নতুন তৈলচিত্র।
তার শরীর শুঁকে বুঝতে হবে
কোন কোন অংশ বেশি র্স্পশকাতর।
কোন অংশে চাষ করলে
পাওয়া যাবে নিকষ জীবন।


যদি শাপলার সাথে হয়
জলের কালান্তর প্রণয়,
বসন্তের বাসন্তী পরশেই হয়
জীবনের আশঁটে গন্ধ দুর,
তবেই শেষ হবে রাতের পাঠ।
সকল শব্দের তর্জমা শেষে
পাওয়া যাবে স্বর্ণালী ভোর।
   ---------