শুনেছি কষ্ট বোধ না থাকলে
কবিতা লেখা যায় না।
আমি কবিতা লিখতে পারিনা
কারণ আমার কষ্ট বোধ নেই।
এই মুহুর্তে উঠোনে র শ্যাওলা য়
খেলা করে যে জল নূপুর,
ক্রমশ’ই শুষে নিচ্ছে তৃষ্ণার্ত গহ্বর ও মাটি।
আমিও তৃষ্ণার্ত
কিন্তু শুষে নিতে পারিনা।
অথচ প্রতিনিয়ত;
শুষে নেয় আমায়
খুবলে খায় আমায়।
আমায় শুষে নেয় আমার রাষ্ট্র
আমায় খুবলে খায় আমার রাষ্ট্র
সেই রাষ্ট্র;
যে রাষ্ট্র মুক্তি যোদ্ধারা
কাউকে শুষে নেবার জন্য জন্ম দেয়নি
সেই রাষ্ট্র;
যে রাষ্ট্র বঙ্গবন্ধু
কাউকে খুবলে খাওয়ার জন্য জন্ম দেননি।
বিশ্বাস করুন; কবিতা লেখায় আমার
কোন যশ খ্যাতি নেই
লিখতে ও পারিনা কিছু।
কিন্তু আমি বলতে চাই,
যে দেশের মাটি প্রকম্পিত হয়
পিশাচের বর্বরতায়
সে দেশ আমার না।
যে দেশের শিক্ষিত কুলাঙ্গার করে
কুকুরের পদ লেহন
সে দেশ আমার না।
যে দেশের রক্ষক দের জিহ্বায় লালা ঝরে
ভক্ষণের প্রত্যাশায়,
সে দেশে বেঁচে থেকে
আমার কোন তৃপ্তি নেই।
যে দেশের পাটরানীর চিবুক বেয়ে ঝরে রক্ত
সে দেশেও বেঁচে থেকে
আমার কোন তৃপ্তি নেই।
আবার মরে যেতে ও তৃপ্তি নেই!
অথচ;আমার তৃপ্তি বোধের বেশ প্রয়োজন।
আমার কবিতা লেখা বেশ প্রয়োজন।
-----------------------