গান/কবিতা


তুমি শুনবে কি বলো
সেই না বলা কথা।
বিন্যাস্ত মেঘেদের মুক্তাকাশে উড়েচলা
তুমি শুনবে কি বলো
সেই না বলা কথা।


মেঘেদের চোখে জমা অশ্রুর কথা
কষ্টের বুকে বেদনার রক্ত জমা
শিশির ছুয়েঁ দেখেছো কি কখনো
ঝড়ে পড়া স্বপ্নের অব্যক্ত কান্না।
তুমি শুনবে কি বলো
সেই না বলা কথা।


শ্যাওলার সাথে আমার ভালোবাসা
তোমাকে বলতে চেয়েও
আজো হয়নি যা বলা
তুমি শুনবে কি বলো
সেই না বলা কথা।


তোমার কাছে কতবার হাত পেতেছি।
ভালোবাসা পেতে কত রাত কেদেঁছি।
নোনা জলে আজো চলছি ভেসে
তোমার বন্দরে প্রণয়ের তরী ভেড়াতে।
তুমি শুনবে কি বলো
সেই না বলা কথা।
তুমি শুনবে কি বলো
আজো হয়নি যা বলা।


মেঘ বালিকার আজ বন্ধু হয়েছি
তোমার মনের কথা শুনতে চেয়েছি।
আমার তরী কবে ভিড়বে বলো
না বলা কথা কবে শুনবে বলো।
আমার বাতাস আজো অপেক্ষায় আছে
আজন্ম তোমায় বাসতে ভালো।
তুমি বাসবে ভালো
আমায় বাসবে ভালো।
তুমি শুনবে কি বলো
তুমি শুনবে কি বলো।
-------------
লেখাটি বেশ আগের।কোন এক গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গানের সুরে মনে এসেছিলো।গান লেখা সম্পর্কে কোন যোগ্যতা বা অভিজ্ঞতা না থাকায় কোনদিন কোথাও প্রকাশের সাহস করিনি। আজকের এই দুঃসাহসের জন্য ক্ষমা চাইছি।