এসোনা ভাই হাতটা ধরি
নতুন করে দেশটা গড়ি,
যেমন করে গড়ে হাঁড়ি
কুমোর বাড়ির পাগলা হরি।


চাইলেও মোরা পারি কি ভাই ?
বারংবার যে পথ ভুলে যাই।
ভুল সুরে গায় পাগলা নিতাই
বাদক বাজায় দুখের সানাই।
পাবনা আর শীতের পিঠা
মিথ্যে খোঁজা ঘুড়ি- লাটাই।


তবু যে ভাই নিত্য খুঁজি
চাঁদনী রাতের চিঁড়া-মুড়ি।
বর্ষা শেষে খুঁজি রে ভাই
রামধনু মেয়ের সজীব হাসি।
দাদু রা আর খোলেনা এখন
রূপক কথার গল্পের ঝুলি।
কষ্টে ক্ষোভে ভাঙ্গে হরি
বানানো তার শখের হাঁড়ি।
ঊর্মিমালায় ভাসছে দেখ
হাজার চোখের স্বপ্ন তরী।


বদলেছে আজ সংস্কৃতি
বদলে গেছে মানব নীতি ।
রক্ত ঝড়ে রাস্তা ঘাটে
ধর্ষিত হয় অক্ষি পটে।
তাইনা দেখে কামুক পুরুষ
হাসছে রে ভাই হো হো করে।
কেমন করে মানছ তুমি
দেখছ তুমি মানুষ হয়ে।
তাইতো বলি ; এসোনা ভাই
নতুন করে শপথ করি।
নতুন দেশ গড়বো মোরা
খুঁজবো আবার সোনার খনি।
হবেনা আর মোদের দেশে
গরীব ধনীর কানামাছি।
দরাজ গলায় বলবো সবাই
এ দেশকে ই ভালোবাসি।
----------------------