ভাটির টানে ভেসে যাওয়া
আমি একটুকরো খড়,
ভেসে যাই….. ভেসে যাই…..।
কোমার দৃষ্টিতে দেখে যাই
বালিয়ারি হাঁস কাশঁফুল
জলতরঙ্গে হেসে যাওয়া চাঁদের বিদ্রুপ
উজান ঠেলে যাওয়া মাঝির জীবন
হাসি কান্না আরও কত কি !
মেঘের গর্জন আর জলের ঝাপটা ছাড়া
আর কিবা পেতে পারি !
তবুও অপেক্ষায় ;
তীরে ফিরে পাবো রোদের হাসি
ফিরে পাবো বসন্ত বায়ু
ধুলো আর পথের নির্মল মাখামাখি।
--------------------------------