আমি মানুষ না হয়ে পাহাড় হলে
বোধ করি; মন্দ হতো না।
তাহলে আমায় কিনে নিতো
কোন কবি ও লেখক।
হয়তো আমায় কেটে কেটে
পথ বানাত কোন মানুষ,
কিম্বা করতো জুম চাষ।
বোধ করি; নদী হলেও মন্দ হতো না।
আমার উপর দিয়ে ভেসে যেতো কোন শহর
কিম্বা কোন দুঃখ।
আমি মানুষ না হয়ে,
একটা সূর্য হতে পারতাম।
আমার আলোয় আলোকিত হতো শহর ও নগর।
কিম্বা পুড়ে যেতো নষ্ট হৃদপিণ্ড।
একটি চাঁদ হলেও মন্দ হতনা
কোন পূর্ণিমার রাতে আছড়ে পড়তাম
নাহারের মুখে ও বুকে।
সবুজ ঘাস কিম্বা ফসল হতে পারতাম।
ও দুটো হলেও মন্দ ছিলো না কিছু,
পা ছড়িয়ে বসত কোন রাখাল
মিষ্টি হাসতো কোন কৃষক।
এক ঝলক মিষ্টি হাসি হতে পারতাম।
তাহলে লেগে থাকা যেতো নাহারের ওষ্ঠ কোনে।
শাপলা শালুক কোকিলের কণ্ঠ
বাঁশির সুর মায়ের স্নেহ,
কোনোটাই মন্দ ছিলো না।
হতে পারতাম; সাদা বক
নৌকার পাল মাঝি র ঘাম।
প্রচণ্ড খরতাপে, তেষ্টা মেটানো জল।
একটু হিম বাতাস,
আরও কত কি!
অথচ; এসব কিছুই না হয়ে
ভুল জন্মে অমানুষ হয়ে,
এসেছি পৃথিবীতে।