......................................................
মার্চের উচ্চারণ
কাঙাল শাহীন


অসুখের বিছানায় চুপচাপ ক্ষত। রোদের প্রকাশ, ছাপানো দেয়াল ; পলাশ কবিতা-
এগুলো মার্চের উচ্চারণ।


আমি মার্চ দেখিনি কখনো,
বোধের শব্দাঞ্জলি থেকে মার্চ দেখেছি
স্নেহরূপ বিয়োগ কবিতা থেকে মার্চ জেনেছি।
একটি পতাকা উড়তে উড়তে
মার্চ এসে যায় শিশুপাঠে
পাঠে পাঠে মার্চ শিখে যাই আমি
পাঠে পাঠে মার্চ জেনে যাই আমি।
..........................................................