.............................................
সময়ের বুকে চিঠি
কাঙাল  শাহীন


পাকা খেজুর কালার নখে, দৃষ্টি ছুঁয়েছে যখন
তখন বাদামী আঙুলের সারল্য আমায় ডাকে-
রাত ভাঙা পাখির সঙ্গীতে কেমন বদলে যায় সব


আ-হা! বসন্ত দিনের মন, কোথায় যে রাখি ছবি করে
খুউব গহিনে, শেষ রাত্রির জোসনা ঘরে ফিরে এলে
কোন নক্ষত্র সন্ধ্যায়, জীবনের ছায়াছবি-পুরনো শতাব্দী
তখনো কি লিখা যায়, সময়ের বুকে চিঠি ?


প্রাণের শহর, ব্রহ্মপুত্র সেও জানে
দিনে দিনে বিষাদ জমেছে এপার-ওপার
ঘাসের সবুজ জোড়ে দুঃখের সয়লাব
কি করে ফুটাই ফুল, শিউলি সকাল!


তবুও প্রতিটি সকাল পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে দেই
আশায় আশায় প্রেম পেতে রাখি জীবনের চারপাশ।
                                        ০৮/০৭/২০১৯


..............................................…........
'তার জন্য' সিরিজের কবিতা 'সময়ের বুকে চিঠি': ২১