......................................................
সেত আমারেও দেহে
কাঙাল শাহীন


দেহি,  রাইতের তারাগুলা কেমন কইরা জ্বলে -
চিত হয়া শুইয়া রাইতে আকাশ দেখলে
সব জোছনা বুহের পাড়ায় নাইমা আসে ৷
এমন কইরা কতোনা রাইত,
তার উড়নাউড়া বুহে জোছনা নামাই।
এই গরমে খড়ের পালানে সুখের কথা জমা রাখি -
আইজো তার জন্য
তালপাতা পাখায় লেখা রাইতের কবিতা,
হাস্নাহেনায় গন্ধবিলায় ৷


উত্তরের খুরকি খুইলা সে কইনো গেলো!
তুফানে- বাতাসে কুপির আগুন নিভু নিভু করে ,
সে কি দেহেনা?


শিমুল রুই'র মতো মন তার
গায়ে কাঁচা হলদে রঙের ছাপ,
পুঁইলতার মতন বেড়ে উঠা।
সেত বাঁশপাতায় নোয়ানো চাঁন দেহে
সেত আমারেও দেহে
আমারেও ভরা চান্দের ছবি আঁকতে কয়।


........................................................
'তার জন্য' সিরিজের কবিতা ' সেত আমারেও দেহে ' : ১৩