..............................................
স্মৃতির চৈতন্যে
কাঙাল শাহীন


তবু যেতে চাই স্মৃতির চৈতন্যে-
একটি দক্ষিণ দুয়ারী আকাশ হবো বলে।


দূর এসেছি ফেরার পথ নেই-
যতোটা দেখতে পাই কাঠফাঁটা রোদ,
মিলিত বাঁচার প্রতিটি নিয়ত বনফুল
তবু ভেতরে-ভেতরে দূরত্বে-দূরত্বে ;
জীবনের ফের চলা...


তবু যেতে চাই স্মৃতির চৈতন্যে-
একটি গোপন কুটিরে মানুষ হবো বলে।


ঠিক ততোটা এসেছি পথ ভুলে-
যতোটা ভাবছি চোখ লোকালয় উঁচু,
মিলিত বাঁচার প্রতিটি নিয়ত বনফুল
তবু ভেতরে-ভেতরে দূরত্বে-দূরত্বে;
জীবনের ফের চলা...


........................................................
'তার জন্য' সিরিজের কবিতা 'স্মৃতির চৈতন্যে' : ১৫