নির্জন নালিশে নষ্ট নৈঃশব্দ্য,  
মাঝে নিখোঁজ নক্ষত্রের আলো,  
নিভে যাওয়া গোধূলির রঙে  
আমি একা—নিস্তব্ধ, বড্ড কালো।  

ছায়ারা ফেলেছে দীর্ঘশ্বাস ,  
তোমার নামে জড়ানো বাতাস
ভেঙে পড়ে নীরবতার কান্না,  
অভিমানী রাতের আকাশ।  

চাঁদও আজ নির্বাক নিঃসঙ্গ,  
তারারাও নয়নের জল লুকোয়,  
তোমার ছোঁয়া-বঞ্চিত আঙুল  
শুধু শূন্যতায পথ খোঁজে।  

স্মৃতিরা কাঁদে বিসর্জনের সুরে,  
বয়ে যায় ভাষাহীন ব্যথার মিছিলে,  
তুমি নেই, শুধু আছে ফেলে যাওয়া  
এক বুক আঁধারের ছায়া।


৩-ই জানিয়ারি ২০২৫ইং
১৯শে পৌষ ১৪৩১বঙ্গাব্দ
সন্ধ্যা ৬:২২