তারপর আমি কাঁদতে ভুলে গিয়েছি
মন ভেঙেছে, মন গড়তে ভুলেছি।
জায়নামাজ তো আছে, কিন্তু ইবাদত ভুলেছি;
সে তার সঙ্গীকে জান্নাতে খুঁজতে থাকে
তার জন্য আমি জান্নাত ছেড়েছি।


১২:১৭রাত
১৬ই এপ্রিল ২০২৫ইং
৩-রা বৈশাখ ১৪৩২বঙ্গাব্দ