জন্ম মৃত্যু চক্রে বাঁধা
খোঁজছে মানুষ সুখ
ক্ষণিক মোহে ছুটছে মানুষ
আনছে ডেকে দুঃখ ।


কেন এলে ? তুমি কার ?
ভুলছো নিশি ভোরে
ধরার সাজে হারিয়ে তুমি
দুষ্ট চক্রের ঘোরে ।


উদ্দেশ্যহীন চলছো তুমি আঁধার পথে পথে
পিছুন ফিরে দেখনি কভূ ভ্রান্ত মতের ছায়া
কোনটি পর? কোনটি আপন?
আলোক পথের কায়া ।


ধরার মোহ সুখ নয়
উপহার নেও প্রেম
প্রেমের মর্ম্ বুঝে বুঝে
উড়াও জীবন পাল ।


শয়তান প্রেমে হেলায় হেলায়
যাচ্ছে দিন যে ক্রমে
এসো ফিরে আলো পথে
মুক্তি সুখের ভ্রমে ।


পৃথিবীর মোহ যাও ভুলে যাও
স্পর্শ্ নেও যে প্রভূর
সব কিছুই তোমার হবে
মুক্তি নয় যে অধির ।
----------