একক সত্তাকে মানিয়াছি অন্তঃকরনে বার বার,
চিন্তা চেতনায়  তবে কেন ভেদ মানবে থাকিবার?


চলনে বলনে ক্ষণিক প্রাণে গাঁথিয়াছি নাম আল্লাহর,
বিশ্বাসে তারে  চিনিয়াছি প্রভূ ইহ -পর পারাবার ।


যত দেখি এই সৃষ্টির শৈলী লিখিলের বুকে গাঁথা
তাঁর কাছে প্রিয় নবীজিবিনে কে আর আছে সেথা?


গোলামের দাসত্ব ওঠিবে জেগে দেখিবে ফিরে শেষে,
পরাজয় ভেদিয়া তিমির রজনী মুমিনের বিজয় এসে।


বিধির বিধান মানিয়া মানব করিয়াছে চুক্তি ,
আসিয়া ধরণী নবীজির পথে নিয়েছে চির মুক্তি ।
------------------------------