সত্য-ন্যায়ের সাহসী কান্ডারী-পূজারী শান্তির,
ইসলামের প্রতীক ওগো সাম্যের –দিশারী পরহেজগার!


বিদায় স্মরণে,  যে ভুবন চায় বারে বারে
যে শান্তির পর্দা ওঠেছে মানবের অন্তরে অন্তরে।


সে ঠিকানায় ফিরে যেতে চায়, এ তাদের দৃঢ় পণ
যেখানে প্রভূর বিধান নবীর বানী তৌহিদী মন।


পথ ভ্রষ্ট-দুষ্টের সঙ্গে- যে নারফমান – সে মুক্তির নাম
ক্ষণিক ভুবনে অগ্নি পথের তরী শান্তি -নিশান ইসলাম।


প্রভূ ভয়ে তবে- এগিয়ে চল প্রাণ- ক্ষণিকের আবেগ
আঁধার ভুবনে প্রহরী আছে সেই প্রেমের গতিবেগ!


আসুক স্ফুলিঙ্গ বজ্র বিজলীতে গগণের কালোদল
জাগুক ঘূর্ণি প্রলয় প্রাণে ,প্রভূ তরে থাক অবচিল।


হাদিসের নিদের্শ্ ,প্রভূর বাণী- কোন সে টলাতে পারে  দল?
অদ্বিতীয় আল্লাহ -মুক্তির দিশারী মুহাম্মদ (সাঃ)তোরা বল।-
-------------------