প্রত্যয়ী প্রাণ বিজয়ী উল্লাসে আপনাকে জাহির
সংকল্প এমন এক অদম্য সৈনিকের দূর্বার শরীর,
যোদ্ধা যখন সযত্নে যুদ্ধকে আলিঙ্গন করে,
সেখানে আত্মবিশ্বাসের থাকে বিজয়
দূর্গে সব সেনিকেরা হয় সূর্যের উদয় ।


ভিতুরা এ যুদ্ধে বিজয়ের পরাজয় দেখে
নতশির পশ্চাতমূখী হয়, অবশেষে
যৌবনে যৌবনে জাগে যেন বীর্য্হীন যুবকের রুগ্ন দেহ
সৈনিকের পরাজয় আসে..
রক্তে রক্তে লেখা হয় পরাজিত এক কবিতা
এ যেন এক বীরের অসহায় কোন হেয়ালি আত্মসমার্প্ণ
নিজের ভিতরে নিজেরই পরাজয় !


বিজয়কে কষ্ট দিয়ে পরাজয় পুষ্ট হয়
বীর যখন আত্মবিশ্বাসে হেরে বসে,
দৃঢ় সংকল্পই পারে সৈনিকের বিজয়
অমরতা তো যুদ্ধেই উদিত হয়
যদি না সৈনিক আত্মবিশ্বাসী হয়
নিজের ভিতরে নিজেরই পরাজয় !
---------------------------------------